Break up – ar pore je kaj guli bhuleo kora uchit nay  premermayajaal

0
69

Break up – ar pore je kaj guli bhuleo kora uchit nay ❤ premermayajaal

সম্পর্ক থাকলে তা ভাঙার আশঙ্কা ঠিক থাকেই। একটা সম্পর্ক ভাঙার পরেই কম বেশী খারাপ সময়ের মুখোমুখী হন সকলেই। কিন্তু সময় খারাপ হলে তো যা খুশি তাই করা যায় না। তো পড়ে নিন এমনি ১০ টি ভূল পদক্ষেপ যা কখনোই সম্পর্ক ভাঙার পর করা উচিত নয়।

১। দেখাতে চেষ্টা করবেন না যে আপনি ভালো আছেন। চিৎকার করে কাঁদতে পারেন, বন্ধুদের সাথে কথা বলতে পারেন। এই সময়ে আপনি যে খারাপ থাকবেন এটাই স্বাভাবিক। আমরা এখন জাস্ট ফ্রেন্ড। এই গোছের মধ্যস্থতায় দয়া করে কেউ যাবেন না। কারণ গভীর সম্পর্কে থাকার পরে কখনো সেটিকে বন্ধুত্বের তোকমা দেওয়া যায় না। এটা প্রকারন্তরে নিজেকে ঠকানো। বদলা নেওয়ার মানসিকতা থেকে সরে আসুন। বদলা কখনো আপনাকে শান্তি দিতে পারবে না। প্রতিশোধের স্পৃহা আপনাকে ভিতর থেকে ভঙ্গুর করে তুলবে। একটা সময়ের পরে অপরাধ পথে ভুগতে হবে। বন্ধুরা হয়তো বোঝাতে ফোন করতে বা টেক্স করতে কিন্তু আপনি করবেন না। যদি সত্যিই ঠিক করে থাকেন যে এই সম্পর্কে আর থাকবেন না তাহলে কোনোভাবেই যোগাযোগ করতে যাবেন না। এতে নিজের ভ্যাংলামিটাই প্রকাশ পায়। ভূল না করে থাকলে ক্ষমা চাইবেন না Read more

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here